মিয়ানমার ছাড়ার ঘোষণা দিলো জ্বালানি কোম্পানি

সংগৃহীত ছবি

মিয়ানমার ছাড়ার ঘোষণা দিলো জ্বালানি কোম্পানি

অনলাইন ডেস্ক

মিয়ানমারে অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির কথা বলে দেশটি ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি টোটালএনার্জিস ও শেভরন করপোরেশন।

সামরিক জান্তার রাজস্ব আয়ের প্রধান উৎস বন্ধ করার জন্য বিভিন্ন কোম্পানিকে আহ্বান জানিয়ে প্রচার চালিয়ে আসা গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের জন্য এ এক বড় জয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা। হিউম্যান রাইটস ওয়াচের তথ্যানুযায়ী, প্রাকৃতিক গ্যাস খাত থেকে মিয়ানমার জান্তা প্রতিবছর ১০০ কোটি ডলারের বেশি রাজস্ব পায়।

ফরাসি একটি সংস্থা বলেছে, মানবাধিকার পরিস্থিতি এবং আইনের অবনতিশীল শাসন "টোটালএনার্জিসকে দেশে ইতিবাচক ভূমিকা রাখতে বাধা দেয়।

news24bd.tv/এমি-জান্নাত