চলতি মাসে ইন্সটাগ্রাম ব‍্যবহারকারী ১ বিলিয়ন!

চলতি মাসে ইন্সটাগ্রাম ব‍্যবহারকারী ১ বিলিয়ন!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ছবি শেয়ারিংয়ের প্লাটফর্ম ইন্সটাগ্রাম নতুন মাইলফলক ছুঁয়েছে। চলতি জুন মাসে ১ বিলিয়ন ব‍্যবহারকারী নিয়মিত প্লাটফর্মটি ব‍্যবহার করছেন বলে জানিয়েছে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ।

ফটো শেয়ারিং জায়ান্ট কর্তৃপক্ষের দাবি, প্রতি প্রান্তিকে ইন্সটাগ্রামের ব‍্যবহারকারী ৫% হারে বৃদ্ধি পেয়েছে।  

২০১০ সালে যাত্রা করেছিল ইন্সটাগ্রাম।

তারপর ফেসবুক প্রতিষ্ঠানটিকে কিনে নেয়। এরপর ধারাবাহিকভাবে ইন্সটাগ্রামের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে, কেননা ইন্সটাগ্রাম ব‍্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নিত‍্য-নতুন ফিচার এনেছে প্রতিষ্ঠানটি।

তবে ব‍্যবহারকারীদের সংখ‍্যা জানালেও প্রতিষ্ঠানটির আর্থিক কোনো তথ‍্য প্রকাশ করা হয়নি।  

যদিও বাজার গবেষকদের ধারণা, চলতি বছর ইন্সটাগ্রাম ৫ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা ২০১৭ সালের তুলনায় ৭০% বেশি! ইন্সটাগ্রামের এই আয়ের বৃহৎ উৎস বিজ্ঞাপন।

এদিকে, ইন্সটাগ্রাম আইজিটিভি নামে নতুন একটি ফিচার চালু করেছে। এর ফলে প্লাটফর্মটিতে ব্যবহারকারীরা এক ঘণ্টার ভিডিও সহজেই আপলোড করতে পারবেন। এতদিন পর্যন্ত সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারতেন নেটিজেনরা।

সূত্র: টেক ক্রাঞ্চ

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর