একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় বাস চালক ও সহকারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় বাস চালক ও সহকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় পলাতক বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় জানানো হয়নি।

শনিবার (২২ জানুয়ারি) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়।

এ ঘটনায় ঘাতক বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে মাতুয়াইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে একই পরিবারের তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন বেগম (৩৭) ও মেয়ের স্বামী মো. রিয়াজুল ইসলাম (৪৮)।

তাদের বাড়ি বরিশালের উজিরপুরে।

এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) ও শারমিনের পাঁচ বছর বয়সী মেয়ে শাকিরা আহত হন।

জানা গেছে, দুর্ঘটনার দিন বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন নিহতরা। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে যাচ্ছিলেন। পথে যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের সিএনজির সংঘর্ষ হয়।

আরও পড়ুন


সমাজকল্যাণে ভূমিকা রাখছে বসুন্ধরা গ্রুপ: জিওসি সাইফুল আবেদিন

news24bd.tv এসএম