২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী নেই

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী নেই

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনও নতুন রোগী দেশের কোনো হাসপাতালে ভর্তি হয়নি। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় ঢাকা এবং ঢাকার বাইরে কোনো হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

আরও পড়ুন: 


শাবিপ্রবি: অনশনের চতুর্থ দিনে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

আদালতের সামনে মেয়ের ধর্ষককে গুলি করে হত্যা!


এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট আটজন রোগী ভর্তি রয়েছেন।

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক