করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু আরও বাড়লো

ফাইল ছবি

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু আরও বাড়লো

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে দেশে গেলো ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬১৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনে।

এর আগের দিন (২১ জানুয়ারি) শনাক্ত ছিলো ১১ হাজার ৪৩৪ জন। আর মৃত্যুর সংখ্যা ছিলো ১২ জন।

আরও পড়ুন: 


শাবিপ্রবি: অনশনের চতুর্থ দিনে ১৬ শিক্ষার্থী হাসপাতালে

ভোটিং মেশিন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প!

আদালতের সামনে মেয়ের ধর্ষককে গুলি করে হত্যা!


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং এর ১০ দিন পর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়।

news24bd.tv/ নাজিম