ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের বক্তব্য ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তিনি তার বক্তব্যে সংস্কার প্রসঙ্গে বলেন, কী সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এছাড়া সেনাপ্রধান জানিয়েছেন, ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের এমন বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনসহ সরকারেও। কেউ কেউ তার বক্তব্য যৌক্তিক মনে করছে। আবার কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অপ্রত্যাশিত বলে মন্তব্য করছেন। তার এই বক্তব্যের পর ডিসেম্বরের মধ্যেই...
নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, কে কী ভাবছেন?

প্রধান উপদেষ্টার কালো কুর্তা তৈরির মজার গল্প
অনলাইন ডেস্ক

কাতারের রাজধানী দোহায় গত ২২-২৩ এপ্রিল অনুষ্ঠিত আর্থনা সামিটে (২০২৫) যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে থাকাবস্থায় পোপ ফ্রান্সিসের মৃত্যুসংবাদ শোনেন তিনি। সফরের দ্বিতীয় দিন ঘোষণা আসে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের দিনক্ষণ। তখন তিনি সিদ্ধান্ত নেন, তার দীর্ঘদিনের বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে যোগ দেবেন। বিপত্তি বাধে পোশাক নিয়ে। শেষকৃত্যে অংশ নিতে হলে কালো পোশাক পরা বাধ্যতামূলক। কিন্তু অধ্যাপক ইউনূস বহু বছর ধরে বাংলাদেশের গ্রামীণ চেক কাপড়ে তৈরি কুর্তা পরিধান করে আসছেন। কালো রঙের কুর্তা না থাকায় ভীষণ বিপাকে পড়েন তিনি। অজানা গল্প-- এ অবস্থায় তার ব্যক্তিগত সহকারীরা দোহা শহরের বিভিন্ন মার্কেট ও সাধারণ বাজারে কুর্তা খোঁজাখুঁজি করতে থাকেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর এক...
১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না: ইকবাল করিম ভূইয়া
অনলাইন ডেস্ক

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া সতর্ক করে বলেছেন, অতীতের মতো আবারও যদি সেনাবাহিনীকে অতিরিক্ত-সংবিধানিক কর্মকাণ্ডে জড়ানো হয়, তাহলে দেশের ও সেনাবাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি হতে পারে। আজ শুক্রবার (২৩ মে) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টের নিচে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। news24bd.tv/SHS
রেলের টিকিট সংগ্রহ নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা
নিজস্ব প্রতিবেদক

প্রতারণা এড়াতে রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম ও স্টেশন কাউন্টার থেকে টিকিটপ্রত্যাশীদের টিকিট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার ব্যতীত অন্য কোনো উৎস হতে টিকিট সংগ্রহ করা হতে বিরত থাকুন: রেলপথ মন্ত্রণালয়। আরও পড়ুন নতুন হারে মহার্ঘ ভাতা, কোন গ্রেডে কত বাড়ছে? ২২ মে, ২০২৫ আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরইমধ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। তবে ঈদের সময় বিপুল চাহিদার কারণে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান টিকিট কালোবাজারিতে জড়িত থাকতে পারে।...