সরকারের কৌশলের কাছে বারবার হার মানছে বিএনপি : ডা. জাফরুল্লাহ

ফাইল ছবি

সরকারের কৌশলের কাছে বারবার হার মানছে বিএনপি : ডা. জাফরুল্লাহ

মারুফা রহমান

শীর্ষ নেতার মুক্তির দাবীতে সরব বিএনপি আবারও অনেকটাই নিশ্চুপ। দলটির নীতি নির্ধারকরা বলছেন, করোনার কারণে আন্দোলনে ভাটা পরলেও সময়মতো বিশেষ কৌশল প্রয়োগ করবেন তারা। যদিও বিএনপির সুহৃদ ডা. জাফরুল্লাহ চৌধুরি মনে করেন, সরকারের কৌশলের কাছে বারবার হার মানছে দলটি।  

দলের চেয়ার পারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে, সারাদেশে জোড়ালো কর্মসূচী নিয়েই এগোচ্ছিলো বিএনপি।

অনেক জায়গায় পুলিশি বাধা অতিক্রম করে, সফল সমাবেশ করে দলটি। এতে নড়েচড়ে বসে অনেকেই। তবে আবারও রাজপথে খুঁজে পাওয়া যাচ্ছেনা  বিএনপিকে।

দলটির একজন নীতি নির্ধারক বলছেন, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় আপাতত থেমেছেন তারা।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ও নির্বাচন কমিশনার নিয়োগের আইনটি সামনে আসায় রাজনীতিতে আলোচনার ফোকাস এখন অনেকটাই ঘুরে গেছে। বিএনপির একজন সুহৃদ মনে করেন, ইস্যুর খেলায় বারবার সরকারের কৌশলের কাছ হার মানছে জাতীয়তাবাদীরা।

ডা. জাফরুল্লাহ চৌধুরি বলেন, সামনের রাজনীতি এখন অনেকটাই নির্বাচনমুখী। নির্দলীয় সরকার কিংবা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে, বিএনপির রাজনীতি কথামালাতেই আটকে আছে অনেক দিন ধরে। যদিও দলটির একজন নেতা জানাচ্ছেন, সময়মতো বিশেষ কৌশল প্রয়োগ করবে তারা।

তারা জানায়, রাজপথে আন্দোলনের পাশাপাশি, সীমিত সংখ্যক সদস্য নিয়েও সংসদে থাকার কৌশলে এখনও পরিবর্তন আনেনি বিএনপি।

news24bd.tv/এমি-জান্নাত