নাটোরের হালসায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে গলায় ফাঁস লাগিয়ে স্ত্রী-কন্যার আত্মহত্যার চেষ্টায় মেয়ের মৃত্যু হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মেয়ের নাম মুন্নি (২০)। আর স্ত্রীর নাম জাহেদা বেগম (৩৩)।
আরও পড়ুন: দেবরের সঙ্গে ভাবির পরকীয়া, পালাতে রাজি না হওয়ায় খুন
আজ শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম গোপনে দ্বিতীয় বিবাহ করেন। এই খবর প্রকাশ হলে অভিমানে মা-মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এ ব্যাপারে খোরশেদ আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ‘এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সদর হাসপাতালে গিয়ে জানা যায়, মুন্নি বাড়িতেই গলায় ফাঁস দিয়ে মারা যান। তার মা জাহেদা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে। তদন্তসাপেক্ষে বলা যাবে, বিষয়টি আসলে কী ঘটেছে।
news24bd.tv/ কামরুল