ঢাকায় শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষকরা

সজল দাস

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন উপাচার্যের প্রতি চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ। এমন মত ওই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের। তারা বলছে, পুলিশি হামলার দায় পুরোপুরি প্রশাসনের।

তাই আন্দোলনকারীদের দাবি মেনে নিতে, ভিসির প্রতি আহবানও জানিয়েছে তারা।

আর সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলছেন, যত দ্রুত সম্ভব, আলোচনার মাধ্যমে সংকট নিরসন জরুরি।

১৬ জানুয়ারি, শিক্ষার্থীদের আন্দোলনের জেরে হঠাৎই রণক্ষেত্র শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চলে লাঠিচার্জ, ছোঁড়া হয় সাউন্ড গ্রেনেড।

আরও পড়ুন:

সাগরের তলদেশে মিললো প্রবালের গোলাপ

মিয়ানমার ছাড়ার ঘোষণা দিলো জ্বালানি কোম্পানি

বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার ঘটনায়, নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে।

ঠিক কী ঘটেছিলো সেদিন? দুই শিক্ষক জানালেন, বিনা উস্কানিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় পুলিশ। এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।

তারা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রণে, ধৈর্যে্যর পরিচয় দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনের হাল অবস্থা, বিশ্ববিদ্যালয় প্রধানের প্রতি চূড়ান্ত অনাস্থার প্রকাশ।

শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে উপাচার্যের পদ ছেড়ে দেয়া উচিত বলেও মনে করেন দুই শিক্ষক।

news24bd.tv/এমি-জান্নাত