রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার দুই

প্রতীকী ছবি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার দুই

মাসুদা লাবনী

রাজধানীর মোহাম্মদপুরে রায়ের বাজার এলাকায় আমির হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

আজ রোববার সকালে আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২।

এর আগে শুক্রবার দিনগত রাতে পূর্ব শত্রুতার জেরে কবির ও হুমায়ুন নামে দুই আসামি আমির হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমির হোসেন (২৬) রায়ের বাজারের শহিদ নগর এলাকায় থাকতেন।

এ ব্যাপারে উদ্ধারকারী মিলন ও পুলিশ জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে রায়ের বাজার আজিজ খান রোড রাতে আমিরকে কবির ও হুমায়ুন নামে দুইজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয় দোকানদারসহ ওখানকার লোকজন দেখেছে। পরে দোকানদারা তাকে উদ্ধার করে মেডিক্যাল পাঠিয়ে দেন।

আরও পড়ুন:


রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত


আরও জানানো হয়, গত ৬/৭ মাস পূর্বে কবিরের স্ত্রী সপ্নাকে (গাঁজা বিক্রেতা) শাহবাগের শহিদ মিনার এলাকার ছুরিকাঘাতে আহত করেছিল আমির হোসেন। এনিয়ে তাদের মধ্যে মামলাও রয়েছে। তাই আমিরকে পেয়ে কবির পেটে-পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

news24bd.tv রিমু