ওমিক্রন: জনস্বার্থে নিজের বিয়ে বাতিল করলেন জেসিন্ডা আরডার্ন

জেসিন্ডা আরডার্ন

ওমিক্রন: জনস্বার্থে নিজের বিয়ে বাতিল করলেন জেসিন্ডা আরডার্ন

অনলাইন ডেস্ক

ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে করোনা সংক্রমণ। পাশাপাশি বাড়ছে মৃত্যুও। এদিকে নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নিজের বিয়ে বাতিলের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে আগামী সপ্তাহেই বিয়ে হওয়ার কথা ছিল তার।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের সময় এ কথা জানান প্রধানমন্ত্রী।

এসময় জেসিন্ডা আরডার্ন  বলেন, 'আমার বিয়ে এগোচ্ছে না। নতুন বিধিনিষেধ অনুযায়ী, টিকার দুই ডোজ নেওয়া এমন ১০০ ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি পাবে। এ ধরনের বিধিনিষেধের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও এখন তাদের দলে।

আমি খুবই দুঃখিত। '

আরও পড়ুন:


উত্তেজনার মধ্যে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাল যুক্তরাষ্ট্র


সম্প্রতি দেশটির কয়েকজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় সংক্রমণের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করেছে জেসিন্ডা আরডার্ন প্রশাসন। আগামী মাসের শেষ পর্যন্ত বহাল থাকবে এই বিধিনিষেধ।

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর থেকে নিউজিল্যান্ডে এ পর্যন্ত ১৫ হাজার ১০৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫২ জনের।

news24bd.tv রিমু