ধর্ষণের শিকার শিশুর ভর্তি বাতিল করল মাদ্রাসা কর্তৃপক্ষ

প্রতীকী ছবি

ধর্ষণের শিকার শিশুর ভর্তি বাতিল করল মাদ্রাসা কর্তৃপক্ষ

রাজশাহী থেকে কাজী শাহেদ:

রাজশাহীতে ধর্ষণের শিকার শিশুর ভর্তি বাতিল করল মাদ্রাসা কর্তৃপক্ষ। ভর্তির তিনদিন পর জানাজানি হয় শিশুটি এক বছর আগে ধর্ষণের শিকার হয়েছিল। মাদ্রাসার পরিবেশ নষ্ট হবে, এমন উদ্ভট কারণ দেখিয়ে তার ভর্তি বাতিল করা হয়েছে, বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।  

রাজশাহীতে ৯ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল গত বছরের ২১ মার্চ।

ধর্ষক গ্রেপ্তার হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে পরিবার। শিশুটিকে একটি আবাসিক মাদ্রাসায় ভর্তি করেছিলেন মা-বাবা। কিন্তু ধর্ষণের ঘটনা জানার পর সেই ভর্তি বাতিল করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ওই শিশুর অভিভাবকের আচরণ খারাপ হওয়ায় তাকে বের করে দেয়া হয়েছে।

শিক্ষাবিদরা বলছেন, অভিভাবকের দায়িত্ব পালন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু এমন ঘটনায় একজন শিশু শিক্ষার্থীর ভর্তি বাতিল অপরাধ হিসেবে গণ্য।

মাদ্রাসার পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ তুলে ভর্তি বাতিল হওয়ার পর এখন শিশুটি থাকছে তার আত্মীয়ের বাড়ি। অটো চালক বাবা আর ক্লিনিকের আয়া মায়ের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ওই শিশুটি। রেলের জমিতে বসতি গড়ে তাদের বসবাস।

news24bd.tv/ কামরুল