ক্রিপ্টোকারেন্সির বাজারে নাটকীয়ভাবে পতন

সংগৃহীত ছবি

ক্রিপ্টোকারেন্সির বাজারে নাটকীয়ভাবে পতন

ডেস্ক রিপোর্ট

ক্রিপ্টোকারেন্সির বাজারে নাটকীয়ভাবে পতন দেখা গেছে। এরইমধ্যে সব ভার্চুয়াল মুদ্রার দাম ৯ শতাংশ কমেছে। গেল ২৪ ঘন্টায় বিটকয়েনের দাম ৮ দশমিক ৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

সংবাদমাধ্যমটি জানায়, লেনদেনের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার মধ্যেই এমন ধস নেমেছে ভার্চুয়াল মুদ্রার বাজারে।

ইথেরিয়ামের দাম কমেছে ১১ দশমিক ১ শতাংশ। ট্র্যাকিং ওয়েবসাইট কয়েনমার্কেটক্যাপ অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সির মোট লেনদেন বেড়েছে ১১৩ শতাংশ।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

নতুন করে এ পতনের কারণে ৪০ হাজার ডলারের নিচে নেমেছে বিটকয়েনের দাম। গেল নভেম্বর বিটকয়েনের দাম সর্বকালের সর্বোচ্চ প্রায় ৭০ হাজার ডলার ছুঁয়েছিল।

তবে বর্তমান দাম সেই রেকর্ডের তুলনায় ৪৪ শতাংশ কম।

news24bd.tv/এমি-জান্নাত