উপাচার্যের পদত্যাগ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি শিক্ষক সমিতির আহ্বান

সংগৃহীত ছবি

উপাচার্যের পদত্যাগ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি শিক্ষক সমিতির আহ্বান

অনলাইন ডেস্ক

উপাচার্যের পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যের পদত্যাগের বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি। এছাড়াও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দাবি করেন তারা।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শিক্ষকদের নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেন সমিতির নেতারা।

আরও পড়ুন:

ক্রিপ্টোকারেন্সির বাজারে নাটকীয়ভাবে পতন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

সভায় চলমান সংকট নিরসনে চারদফা দাবি জানিয়েছে শিক্ষক সিমিতি। দাবির মধ্যে রয়েছে-শিক্ষক ও শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করছি, উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এক্ষেত্রে অতিদ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান ও শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

news24bd.tv/এমি-জান্নাত