ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

ওমিক্রনসহ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা তফসিলি ব্যাংকসমূহকে মেনে চলতে হবে।

রোববার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়।

পরে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, আপনাদের ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। পাশাপাশি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

এদিকে ওমিক্রনসহ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিসের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিসে অর্ধেকের বেশি জনবল কাজ করতে পারবে না। সশরীরে অর্ধেক বাকিরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে কাজ করবেন। সোমবার (২৪ জানুয়ারি) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

news24bd.tv/ তৌহিদ