‘১৪ বছর প্রতারণা করেছে, তাদের নিয়েই নির্বাচন কমিশন গঠন’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘১৪ বছর প্রতারণা করেছে, তাদের নিয়েই নির্বাচন কমিশন গঠন’

অনলাইন ডেস্ক

চৌদ্দ বছর যারা জনগণের সাথে প্রতারণা করেছে, তাদের নিয়েই নির্বাচন কমিশন গঠন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ইসি গঠনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন হচ্ছে বলেও অভিযোগ করেছেন রিজভী।

সোমবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো'র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

সার্চ কমিটি নিয়ে তিনি বলেন, যে সার্চ কমিটি উপস্থাপন করা হয়েছে তা দেখে জানা গেছে  এটি শুধুমাত্র রিহার্সাল চলছে।

যেভাবে একতরফাভাবে হুদা কমিশন, রকিব কমিশন গঠন করেছিলেন সেই রকম আরেকটি কমিশন গঠন করছেন তারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফের বক্তব্যের জবাবে রিজভী বলেন, তারা একটি একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায় আর বিএনপি চায় বহুদলীয় গণতন্ত্র। তাদের এবং আমাদের বক্তব্যেতো পার্থক্য থাকবেই।

news24bd.tv  তৌহিদ