‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের কোনো সদস্য অপকর্মে লিপ্ত হয়েছে এমন কোনো কথা শুনতে চাই না। কেউ যদি বাহিনীর জন্য অসম্মান বয়ে আনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে মাদক ও অবৈধ অস্ত্র মুক্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার পুলিশ সপ্তাহ ২০২২ এর দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে মাদক আসছে জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পুলিশবাহিনীকে কাজ করতে হবে।

পুলিশ প্রধান বলেন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। জঙ্গিবাদ নিরসনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটি মডেলে পরিণত হয়েছে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয় কুচকাওয়াজ প্রতিযোগিতা।

পুলিশের বিভিন্ন ইউনিট মহরার মাধ্যমে তাতে অংশ নেয়।

দুপুরে অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে ২০২০ ও ২০২১ সালে বিভিন্ন অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালানীর মাল উদ্ধারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও প্রতিনিয়ত দেশে মাদক ঢুকছে, যা বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ।

অবৈধ অস্ত্র নিমূলে পুলিশ বাহিনীকে জোড়ালভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময়, পুলিশের কোন সদস্য অপকর্মে লিপ্ত হলে তাকে পরিত্যাগ করার ঘোষণা দেন পুলিশ প্রধান।

news24bd.tv  তৌহিদ

এই রকম আরও টপিক