নন্দীগ্রামে বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

নন্দীগ্রামে বাসের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

আব্দুস সালাম বাবু, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাসেল আহমেদ (৩০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল আহমেদ, নন্দীগ্রাম উপজেলার দাঁত মালিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি রনবাঘা বাজারে ভাই ভাই ফার্মেসির মালিক ছিলেন।

স্থানীয় লোকজন জানান, রাসেল আহমেদ মোটরসাইকেলে সিংড়া থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  


আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী 
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি


নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী বারেক বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রাসেল আহমেদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

news24bd.tv/ নাজিম