নাটোরের ডিসি করোনায় আক্রান্ত

নাটোরের ডিসি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  সোমবার (২৪ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শামীম আহমেদ নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সম্প্রতি তিনি ঢাকায় জেলা প্রশাসকের সম্মেলন শেষে নাটোরে কর্মস্থলে ফিরেছেন। গত দুই দিন ধরে তার শরীর ভালো ছিল না।


আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী 
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি


সোমবার শরীর বেশি খারাপ হলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়।  

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসাতেই আইসোলেশনে আছেন।  করোনামুক্তির জন্য সবার দোয়া চান তিনি।

 

উল্লেখ্য, গত বছরের ৩১ মে নাটোরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান শামীম আহমেদ। এ জেলায় যোগদানের পর থেকেই তিনি নানা মানিবক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। মানবিক কার্যক্রমের কারণে তিনি জেলার মানুষের কাছে জনপ্রিয় একজন সরকারি কর্মকর্তা।  

news24bd.tv/ নাজিম