অসলোতে বৈঠকে বসছে তালেবান সরকারের প্রতিনিধি দল

সংগৃহীত ছবি

অসলোতে বৈঠকে বসছে তালেবান সরকারের প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে চলমান মানবিক বিপর্যয়, মানবাধিকার সংকট ও ত্রাণ ইস্যু নিয়ে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে নরওয়ের রাজধানী অসলোতে বৈঠকে বসছে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধি দল।

আগামী মঙ্গলবার পর্যন্ত এ আলোচনা চলবে। বৈঠক শুরুর আগে তালেবানের মুখপাত্র জানান, যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থায় ফিরতে চায় তারা।

আরও পড়ুন:

ক্যামেরুনে নাইটক্লাবে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত

ডিজিটাল মুদ্রার দিকে দৃষ্টি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ

তালেবান ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো অর্থের যোগান বন্ধ করে দেয় আফগানিস্তানে।

এতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে দেশটি। ধসে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা। তবে তালেবানের সাথে পশ্চিমা দেশের আলোচনার বিপক্ষে বিক্ষোভ হয়েছে অসলোতে।

news24bd.tv/এমি-জান্নাত