আইসিসির বর্ষসেরা শাহিন আফ্রিদি

ফাইল ছবি

আইসিসির বর্ষসেরা শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক

বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। সোমবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে।

তিনি পেছনে ফেলেছেন স্বদেশী মোহাম্মদ রিজওয়ান ছাড়াও ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনকে।  

২০২১ সালে ৩৬ ম্যাচ খেলে ২২.২০ গড়ে ৭৮ উইকেট তোলেন শাহিন।

জ্যামাইকার কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫১ রানের বিনিময়ে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার।


আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী 
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি


একইদিন পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন ৬ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪০৫ রান করা বাবর আজম। আর টেস্টে ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১৭০৮ রান করে সেরার মুকুট পেয়েছেন ইংল্যান্ডের জো রুট।

news24bd.tv/ নাজিম