বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর  পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪ তলার ইলেকট্রিক বক্সে থাকা ময়লায় আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়।  এটা তেমন বড় আগুন ছিল না।

 


আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী 
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি


আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেন, ডি-ব্লকের ১৪ তলায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

# বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

news24bd.tv/ নাজিম