গাজীপুর জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

গাজীপুর জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বর ও কাশিতে ভুগছিলেন। এখন তিনি গাজীপুরে নিজের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন সরদার এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, জেলা প্রশাসক গত কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বর ও কাশিতে ভুগছিলেন। রোববার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে তার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

 


আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী 
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি


উল্লেখ্য, আনিসুর রহমান গত ১৩ জানুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালকের দায়িত্ব পালন করেন।

news24bd.tv/ নাজিম