ঠান্ডার দেশের টিউলিপ এখন বাংলার মাটিতে

অনলাইন ডেস্ক

বাংলার মাটিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে, ঠান্ডার দেশের ফুল টিউলিপ। এবার হিমালয় কন্যা পঞ্চগড়ের তেতুলিয়ায় প্রথমবারের মতো ফুটেছে ভিনদেশি এই ফুল। এতে আশার আলো জেগেছে ক্ষুদ্র চাষীদের মনে। কৃষি বিভাগ বলছে, টিউলিপ চাষের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আরো গবেষণার প্রয়োজন।

বাগানজুড়ে ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ। টকটকে লাল, কমলা আর হলুদ রঙের ফুলগুলো যেন বিজয়বার্তা ঘোষণা করেছে বাংলার মাটিতে।

উত্তরের হিমালয় কন্যাখ্যাত শীত প্রধান জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফুটেছে, ভিনদেশি এই ফুল। শীত প্রধান দেশের এই ফুল বাংলাদেশে প্রথমবারের মতো চাষ করছেন ক্ষুদ্র চাষিরা।

আরও পড়ুন:

ক্যামেরুনে নাইটক্লাবে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত

ডিজিটাল মুদ্রার দিকে দৃষ্টি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ 

সংশ্লিষ্টরা বলছেন, এই জেলায় বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করা সম্ভব। ফলে তেতুলিয়ায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, এই ফুল।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, নেদারল্যান্ডস এই ফুল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ দেশে টিউলিপ চাষ করতে যা যা প্রয়োজন, সব করা হবে। বেশ কয়েক মাসজুড়ে পঞ্চগড়ে শীতার্ত আবহাওয়া বিরাজ করছে বলে, সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে. টিউলিপ চাষ।

তবে টিউলিপ চাষের বাণিজ্যিক সম্ভবনা নিয়ে আরো গবেষণার প্রয়োজন বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

news24bd.tv/এমি-জান্নাত