সাংসদ মোকতাদির সপরিবারে করোনায় আক্রান্ত

সাংসদ মোকতাদির সপরিবারে করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন ও একমাত্র কন্যা অন্বেষাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্ট দিয়ে সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান তিনি।  

এমপি মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী এমএএইচ মাহবুব আলম জানান, সোমবার সকালে সংসদ সদস্য নিজের এবং তার স্ত্রী ও মেয়ের করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন।

বিকেলে তাদের তিনজনের রিপোর্টই পজিটিভ এসেছে।


আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী 
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি


এমপি মোকতাদির চৌধুরী জানান, করোনা পজিটিভি হলেও শারীরিক কোনো সমস্যা হচ্ছে না। সেজন্য বাড়িতে থেকেই তারা চিকিৎসা নেবেন।

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক