মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল

অনলাইন ডেস্ক

তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আমন্ত্রণে তার এই সফর।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, প্রবাসী কল্যাণমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকায় আসবেন।

তার ঢাকা সফরের মূল এনগেজমেন্ট হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে।


আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী 
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি


জানা যায়, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া সফরে তিনি বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।  তিনি বাংলাদেশ-মালয়েশিয়ার সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় ও ঢাকায় মালয়েশিয়া প্রবাসীদের নৈশভোজে যোগ দেবেন।

উল্লেখ্য, গত বছর ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভা বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে অনুমোদন দেয়। এছাড়াও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে চুক্তিও হয়েছে। মালয়েশিয়ার মন্ত্রীর ঢাকা সফরকালে শ্রমিক ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

news24bd.tv/ নাজিম