রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক আহত

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক আহত

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর-১ মাজার রোডের বুদ্ধিজীবী গেট সংলগ্ন নির্মাণাধীন দুই তলা ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।   সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

কল্যাণপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে, প্রাথমিকভাবে দেখা গেছে তারা বিদ্যৎস্পৃষ্ট হয়নি। নির্মাণাধীন ভবনের নিচে গ্যাসে আগুন লেগে এমন দুর্ঘটনা ঘটেছে। গ্যাসের রাইজারও ফেটে গেছে। ঘটনাস্থলে একটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেছে।
তবে, শুনেছি ছাদের উপরে রডের কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। রডের সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শে এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের উপরে রডের কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। রডের সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শে এমন দুর্ঘটনা ঘটেছে। আর উপর থেকে বিদ্যুৎ ফায়ারের অংশ নিচে পড়ে আগুন লেগেছে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।  


আরও পড়ুন:

বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী 
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’

‌‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি


স্থানীয় বাসিন্দা মুক্তি বলেন, আমরা নির্মাণাধীন ভবনের পাশেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি উপরে আগুন। আর দুইজন লোক ছটফট করছেন। পরে দেখি, নির্মাণ কাজের রড বিদ্যুতের তারের উপর লেগে আছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তারা আহত হয়েছেন।  

news24bd.tv/ নাজিম