টাঙ্গাইল শহরে একটি পুকুর থেকে শামসুল হক খান নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় শহরের সন্তোষ বাগবাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শামসুল হক খান আসবাবপত্র ব্যবসায়ী ছিলেন।
নিহতের বড় ভাই হাবিবুর রহমান খান বলেন, আমার ভাইয়ের কাছ থেকে এক ব্যক্তি দুই লাখ টাকা ধার নিয়েছিলো।
নিহতের মেয়ে শিউলি বেগম বলেন, সন্তোষ ঘোষবাড়ী এলাকার নুরুল নামে এক কাঠমিস্ত্রি আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিলো। সে এমন ঘটনা ঘটাতে পারে।
আরও পড়ুন:
বিধিনিষেধ বাড়বে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী
‘সুশীল সমাজের যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য সৎ নয়’
‘পুলিশ সদস্য অপকর্মে লিপ্ত’ শুনতে চাই না: আইজিপি
টাঙ্গাইল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা আক্তার স্বপ্না বলেন, পুকুর পাড়ে রক্ত রয়েছে। এটি হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।