চাঁদপুরের হাজীগঞ্জে গাড়িচাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার রাত আনুমানিক ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা এলাকায় আব্দুল আজিজের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে স্থানীয় এক ব্যবসায়ী জানান, রাতে অজ্ঞাত এক সিএনজিচালিত একটি স্কুটার অজ্ঞাত এই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন:
কোরআনের বর্ণনায় জাহান্নামের দরজা
পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর খবর পেয়ে উপ-পরিদর্শক মো. মাসুদ মুন্সী ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, লোকমুখে জানতে পেরেছি একটি সিএনজির (সিএনজিচালিত স্কুটার) আঘাতে অজ্ঞাত এই নারী গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে তিনি মারা যান।