আগেই জানা গিয়েছিল ৮ দলের পরিবর্তে আহমেদাবাদ ও লক্ষনৌকে নিয়ে এবারের আইপিএল হতে যাচ্ছে ১০ দলের। এবার আনুষ্ঠানিকভাবে লক্ষনৌ সুপার জায়ান্টস নামে নিজেদের ফ্র্যাঞ্চাইজিটির নামকরণ করার ঘোষণা করেছে দলটির কর্তৃপক্ষ।
লক্ষনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কার তাঁদের ফ্র্যাঞ্চাইজির টুইটারে এক ভিডিও বার্তায় দলের নাম প্রকাশ করেন।
এর আগে ২০১৭ সালে আইপিএলে একটি দল কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা।
আরও পড়ুন:
জানা গেছে, আইপিএলে লক্ষনৌকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। পাশাপাশি দলের জার্সিতে দেখা যাবে মার্কাস স্টোইনিসকে। লক্ষনৌর কোচের ভূমিকায় রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এবং ওই ফ্র্যাঞ্চাইজির মেন্টরের ভূমিকায় রয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।
news24bd.tv রিমু