বিশ্বজুড়ে ওমিক্রনের প্রকোপ, বেড়েছে মৃত্যু

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে ওমিক্রনের প্রকোপ, বেড়েছে মৃত্যু

অনলাইন ডেস্ক

ওমিক্রনের প্রকোপে বিশ্বে ২৪ ঘণ্টায় মারা গেছে পাঁচ হাজার ৯শ ২০ জন।  অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ২২ হাজার ৪৪ জনে। আর আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৯৯ হাজার ৭শ’ ৬৭ জন।

এ নিয়ে সারা বিশ্বে মোট আক্রান্ত ৩৫ কোটি ৪৫ লাখ ছাড়াল। প্রাণহাণি ৫৬ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

একদিনে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৬৫ হাজারের বেশি আক্রান্ত ও ১ হাজার ১শ ৯৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে প্রায় ৮৮ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে, ফ্রান্স, রাশিয়ায় বাড়ছে করোনা রোগী।

আগামী সপ্তাহে ভারতে কভিড-১৯ এর অতি সংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ আরো তীব্র হতে পারে বলে ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেছেন, ভারতে ওমিক্রন ধরন এরইমধ্যে কমিউনিটি ট্রান্সমিশনে পৌঁছে গেছে।

আরও পড়ুন:


ক্যামেরুনে স্টেডিয়ামে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু


পাকিস্তানে নতুন বিধিনিষেধ অনুযায়ী, যারা পূর্ণ কোভিড টিকা নেননি তারা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন না। দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ায় দেশটির কর্তৃপক্ষ এ ধরণের বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।  

এছাড়া, মসজিদে প্রবেশের জন্য টিকার দুই ডোজ নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি মাস্ক পরা ও নামাজ আদায়ের সময় ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। সূত্র: আরব নিউজ।

news24bd.tv রিমু