সুষ্ঠু নির্বাচনে ‘ফ্যাক্টর’ ইসি নয় সরকার: গয়েশ্বর

ফাইল ছবি

সুষ্ঠু নির্বাচনে ‘ফ্যাক্টর’ ইসি নয় সরকার: গয়েশ্বর

অনলাইন ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বড় বাধা বা বড় ফ্যাক্টর নির্বাচন কমিশন (ইসি) নয় সরকার।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে কথা বলার দরকার নেই। আমাদের কথা হবে সরকারকে নিয়ে। এখানে নির্বাচন কমিশন কোনো ‘ফ্যাক্টর’ না।

মূলত ৭০-৮০ জন সরকারি কর্মকর্তা নির্বাচন পরিচালনা করে। আমাদের কটাক্ষ করে বলা হয়, ‘মির্জা ফখরুলকে নির্বাচন কমিশন বানানো হবে’। এই সরকার ক্ষমতায় থাকতে মির্জা ফখরুল, গয়েশ্বরদের প্রধান করলেও ভোট সুষ্ঠু হবে না।

আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

বেগম খালেদা জিয়াসহ দলের নেতাদের সুস্থতা কামনায়  কৃষক দল এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

গয়েশ্বর বলেন, বিদেশিরা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে বলা হচ্ছে। আসলে বিদেশিরা ষড়যন্ত্র করছে না। সরকারের নেতাকর্মীদের অপকর্ম সব ফাঁস হচ্ছে। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা বিদেশিদের পদক্ষেপকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছে।

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষতো প্রতিদিন রাস্তায় নামবে না। জনগণ নামবে ‘ফাইনাল খেলার’ দিন। তখন ধরে ধরে শুধু জনগণের হাতে ছেড়ে দেবেন, তারা যা করার করবে। সেই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে।  

জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিত্বে দোয়া মাহফিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/ নাজিম