ঢাকাকে অল্প রানেই গুটিয়ে দিলো সিলেট

ঢাকাকে অল্প রানেই গুটিয়ে দিলো সিলেট

অনলাইন ডেস্ক

সিলেট সানরাইজার্সকে মাত্র ১০১ রানের টার্গেট দিয়েছে মিনিস্টার ঢাকা। অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৩৩ রান করেন। তবে হতাশ করেছে তামিম ইকবাল। মাত্র ৩ রান করেন তিনি।

এদিকে, সিলেটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন অপু। তাসকিন পান ৩ উইকেট। সোহাগ গাজী ২টি ও মোসাদ্দেক হোসাইন ১টি করে উইকেট পান।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি ঢাকা। দ্বিতীয় ওভারেই ওপেনার মোহাম্মদ শেহজাদ ৫ রানে উইকেট হারান। পরের ওভারেই মোসাদ্দেকের বলে এলবিডব্লিউ হন আরেক ওপেনার তামিম ইকবাল। মাত্র ৩ রান করে বিদায় নেন তিনি। এরপর ব্যাট করতে নামা জহুরুল ইসলামও ফিরেছেন মাত্র ৪ রানে।

থিতু হয়ে ব্যাট করতে থাকা নাঈম শেখ নাজমুল ইসলাম অপুর বলে এলবিডব্লিউ হন। ৩০ বল খরচায় ব্যক্তিগত ১৫ রান করে তার বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দেয়া আন্দ্রে রাসেল ফেরেন ডাক মেরে। পঞ্চদশ ওভারে অপুর বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ঢাকার অধিনায়ক।

মাহমুদউল্লাহর বিদায়ের পর দলের হাল ধরেন শুভাগত হোম। তাকে সঙ্গ দেয়া মাশরাফি বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিনের বলে সানজামুলের হাতে ক্যাচ তুলে ২ রানে বিদায় নেন দীর্ঘদিন পর মাঠে ফেরা সাবেক এই টাইগার অধিনায়ক। এরপর থিতু হয়ে থাকা শুভাগত হোম ১৬ বল খরচায় ২১ রান করে বিদায় নেওয়ার পর আর কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। শেষদিকে এসে ৬ বলে ১২ রানের ইনিংস খেলেন রুবেল। ইসুরু উদানা ১ রান করে বিদায় নেন। ১০০ রান যোগ করতেই গুটিয়ে যায় ঢাকা।

সিলেট একাদশ:
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, মুক্তার আলি, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, রবি বোপারা, কলিন ইনগ্রাম।

ঢাকা একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, জহুরুল ইসলাম, শুভাগতহোম চৌধুরী, রুবেল হোসেন, হাসান মুরাদ, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানা, আন্দ্রে রাসেল।  

# টস হেরে ব্যাটিংয়ে ঢাকা, মাঠে ফিরলেন মাশরাফি

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক