ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও একজন হাসপাতালে

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও একজন হাসপাতালে

অনলাইন ডেস্ক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গেলো ২৪ ঘণ্টায় একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সর্বমোট ডেঙ্গুরোগীর সংখ্যা ১০ জন।

তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ৮ জন ও অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুই জন রোগী ভর্তি আছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে হাসপাতালে (১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত) সর্বমোট ভর্তি আছে ১২২ জন। এরইমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১১২ জন ডেঙ্গুরোগী।

news24bd.tv/ নাজিম