নরসিংদীতে সূর্যমুখী ফুলের চাষ

হৃদয় খান

নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী ফুলের চাষ। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এ ফুল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। আর এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

সংশ্লিষ্টরা বলছেন, তৈলজাত ফসলের ঘাটতি কমানোর লক্ষ্যে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে আসছেন।

এরই অংশ হিসেবে এই এলাকায় সূর্যমুখী ফুল চাষ করা হচ্ছে।

নরসিংদী শহরের মেঘনা নদীর তীরে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সূর্যমুখীর হাসি। সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত ভোজ্যতেল পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক। বাজার দর ভালো হওয়ায় এ জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এ ফুলের চাষ।

গেলো বছর এই জেলায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষ করে সফল হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের।

আর এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা।

সংশ্লিষ্টরা বলছেন, তৈলজাত ফসলের ঘাটতি কমানোর লক্ষ্যে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে এ অঞ্চলের কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হচ্ছে।

আগামীতে এ জেলায় সূর্যমুখী ফুলের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।

news24bd.tv/ তৌহিদ