ত্বকের যত্নে প্রাকৃতিক ময়েশ্চারাইজার

ত্বকের যত্নে প্রাকৃতিক ময়েশ্চারাইজার

অনলাইন ডেস্ক

শীতে ত্বক সুরক্ষার প্রধান উপায় হল ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখা। এসময়টাতে প্রাকৃতিকভাবে ত্বক ময়েশ্চারাইজ রাখতে পারেন।

প্রাকৃতিক ময়েশ্চারাইজার ত্বকের জন্য অনেক বেশি নিরপাদ ও কার্যকর। তাই চেষ্টা করুন প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে।

এজন্য সব ধরনের ত্বকের অধিকারীরাই ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।

এক কাপ অ্যালোভেরা জেল কুসুম গরম পানিতে ফুটিয়ে ছেঁকে তার সঙ্গে দুই চা চামচ গ্লিসারিন, দুইটি ‘ই’-ক্যাপ ক্যাপসুল ও আধা কাপ ডিসটিল ওয়াটার মিশিয়ে তৈরি করতে পারেন ঘরোয়া ময়েশ্চারাইজার।

এবার এ ময়েশ্চারাইজারটি প্রতিদিন একবার করে ত্বকে ব্যবহার করুন। প্যাকটি কৌটায় সংরক্ষণ করে ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

এছাড়া দুধের ওপরের তেল, মধুও প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে খুব কার্যকর। এগুলো দীর্ঘসময় ত্বক মসৃণ ও কোমল রাখে।

news24bd.tv/ নাজিম