লকডাউনের বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির বক্তব্য

সংগৃহীত ছবি

লকডাউনের বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির বক্তব্য

অনলাইন ডেস্ক

করোনার নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে নতুন করে লকডাউন দিয়ে লাভ হবে না বলে জানিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ মঙ্গলবার কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা সাংবাদিকদের এ কথা বলেন।

লকডাউনের বিষয়ে তিনি বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে নতুন করে লকডাউন দিয়ে লাভ হবে না। এ ছাড়া এই মুহূর্তে হাসপাতালগুলোতেও তুলনামূলক রোগী কম।

হাসপাতালে রোগীর চাপ যখন বেশি হয়, চিকিৎসকদের ওপর চাপ তৈরি হচ্ছে, তখন আমরা লকডাউনের সুপারিশ করি।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দাবি ইরানের

লকডাউনে জন্মদিনের পার্টি করেছেন বরিস জনসন

লকডাউন দিলে জনজীবনে প্রভাব পড়বে ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য করে কমিটির সভাপতি বলেন, লকডাউনের আগে যে কাজগুলো বেশি কার্যকর সে কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

news24bd.tv/এমি-জান্নাত