লবিস্ট নিয়োগ ইস্যুতে দুই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি প্রথমে বলেন, গণতন্ত্র রক্ষা করতেই বিএনপি লবিস্ট নিয়োগ করেছে।
এর কিছুক্ষণ পর তিনি আবার বলেন, আমরা যা কিছু করি দেশকে রক্ষা করার জন্য। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার জন্য।
দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হলে তিনি টেবিল থেকে চলে যাবার সময় বলতে থাকেন, তারা লবিস্ট নিয়োগ করেছিলেন দেশকে রক্ষার জন্য।
বিএনপি মহাসচিব আরও বলেন, তার দল লবিস্ট নিয়োগ করেনি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যা। র্যাবসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলেছে সরকার। এর দায় তাদেরকেই নিতে হবে।
news24bd.tv/এমি-জান্নাত