দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ -বাংলাদেশ

অন্তরা বিশ্বাস

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ -বাংলাদেশ। আর বিশ্বে অবস্থান ১৩তম। এমন তথ্য দিয়েছে ট্রা্ন্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই। সংস্থাটির বাংলাদেশ অংশ টিআইবি বলছে, গত ১০ বছর ধরে দুর্নীতি দমনে স্থবিরতা কাজ করছে।

১৮০ টি দেশ নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই। এতে দেখা যায় পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সুদান। আর ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতবারের চেয়ে একধাপ উন্নতি হলেও, সূচকের স্কোর রয়ে গেছে আগের মতোই।

ফলে দুর্নীতি কমেনি।

দুর্নীতি সূচকে বৈশ্বিক গড় স্কোর ৪৩। তবে কয়েক বছর ধরে, এর নীচেই ২৬ স্কোর করে আসছে বাংলাদেশ। তবে টিআইবি বলছে, বাংলাদেশের জনগণ দুর্নীতিগ্রস্ত নয়।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটান। আর সবচেয়ে বেশি হয় আফগানিস্তানে। ভারত ও পাকিস্তান দুর্নীতির তালিকায় অবস্থান করছে ৮৫ এবং ১৪০ নম্বর অবস্থানে। বিশ্বে সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্ক। তারপরের অবস্থান ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ডের।

news24bd.tv/আলী