কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন

বাংলাদেশ হাইকমিশন কর্মকর্তার ভিডিও চ্যাট ফাঁস (ভিডিও)

নাহিদ হোসেন

অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি পলিটিকাল থ্রি সানিউল কাদের। সম্প্রতি ভারতীয় এক নারীর সাথে তার হোয়াটসঅ্যাপ ভিডিও চ্যাট ফাঁস হয়। ভিডিওর সত্যতা যাচাই করা না গেলেও ডেপুটি হাইকমিশন বলছে, এমন ঘটনার প্রমাণ পাওয়া গেলে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। তবে ভিডিওকে সুপার এডিট দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় এই নারীর নাম আলিশা মাহমুদ। এই নারী সম্প্রতি কলকাতার বাংলাদেশে উপহাইকমিশনের ফেসবুক পেজের ইনবক্সে একটি ভিডিও পাঠিয়েছেন। যেখানে দেখা যায়, কলকাতা উপহাইকমিশনের প্রথম সচিব রাজনৈতিক তিন সানিউল কাদের তার সাথে আপত্তিকর ভিডিও চ্যাট করছেন।

বিশ্বে যখন বাংলাদেশের সাথে কূটনৈতিক সমীকরণ নানা দিক মেলছে তখন প্রশ্ন উঠছে চিরাচরিত হানিট্র্যাপ নয়তো।

কারণ ভিডিওতে দুই ব্যক্তির সম্মতির বিষয়টি প্রায় স্পষ্ট।

সানিউল কাদের আলিশার এমন ভিডিও সম্প্রতি ছড়িয়েছে নানা মহলে। যদিও একে পুরোপুরি অস্বীকার করেছেন সানিউল।

কলকাতার ডেপুটি হাইকমিশনে হেড অব চ্যান্সেরি শামীমা ইয়াসমিন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

সাবেক কূটনীতিক আশরাফ উদ দৌলা মনে করেন, এমন ঘটনা রাষ্ট্রের জন্য বিব্রতকর। অবশ্যই ব্যবস্থা নেয়া উচিত।

এর আগে নব্বইয়ের দশকে এমন অনৈতিক কাজে নাম জড়ানোয় কলকাতা উপহাইকমিশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার।

news24bd.tv/আলী