বরিশালকে বড় ব্যবধানো হারালো কুমিল্লা

সংগৃহীত ছবি

বরিশালকে বড় ব্যবধানো হারালো কুমিল্লা

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ৬৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে। তৃতীয় ম্যাচে এটি  দ্বিতীয় হার বরিশালের।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এরপর নাহিদুলে বোলিং নৈপুন্যে ১৭ দশমিক ৩ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় বরিশাল। মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  নাহিদ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই মাত্র ১ রান দেন বরিশাল অধিনায়ক সাকিব। পরের ওভারেই নাঈমকে বেদম মার দিয়ে ১৪ রান। সাহসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন জয়। অপর ওপেনার ক্যামেরন ডেলপোর্টও ভালোই খেলছিলেন। ১৩ বলে ৪ চারে ১৯ রানে তিনি নাঈম হাসানের বলে সোহানের অসাধারণ স্টাম্পিংয়ের শিকার হলে ৩.২ ওভারে ৩৩ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর কুমিল্লার রান তোলার গতি কমে আসে। তিন নম্বরে নেমে ফাফ ডু'প্লেসিস ১১ বলে ৬ রান করে সাকিবের প্রথশ শিকার হন। অধিনায়ক ইমরুল কায়েস ১১ বলে ১৫ রান করে ডিজে ব্র্যাভোর বলে সোহানের গ্লাভসে ধরা পড়েন।

এক প্রান্ত আগলে দারুণ ব্যাট করছিলেন মাহমুদুল। তাঁর সঙ্গী হিসেবে কেউ থিতু হচ্ছিলেন না। সাকিবের দ্বিতীয় শিকার মুমিনুল হক ১৯ রানের বেশি করতে পারেননি। লিনটটের করা ১৬তম ওভারে ৫ম ব্যাটার হিসেবে আউট হন মাহমুদুল। থার্ডম্যানে ক্রিস গেইলের তালুবন্দি হওয়ার আগে তিনি খেলেন ৩৫ বলে ৬ চার ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস। শেষদিকে ব্যাটে ঝড় তোলেন আফগান তারকা করিম জানাত। তাঁর ব্যাট থেকে আসে ১৬ বলে ১ চার ৩ ছক্কায় অপরাজিত ২৯* রানের ঝলমলে ইনিংস। কুমিল্লার স্কোর দাঁড়ায় ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮। ব্র্যাভো ৩০ রানে ৩টি আর সাকিব ২৫ রানে ২ উইকেট নেন।

এ ম্যাচ দিয়ে ঢাকার প্রথম পর্ব শেষ হলো এবারের বিপিএলের। আগামী ২৮ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে।

news24bd.tv/আলী