যে কাজ করলে জান্নাত হারাম করে দেন আল্লাহপাক

যে কাজ করলে জান্নাত হারাম করে দেন আল্লাহপাক

অনলাইন ডেস্ক

শিরক অর্থ হলো আল্লাহর সঙ্গে সত্তা, গুণ ও ইবাদতে অন্য কাউকে শরিক বা অংশীদার করা। শিরক অমার্জনীয় অপরাধ ও মহাপাপ।

আল্লাহপাক শিরককারীকে ক্ষমা করবেন না বলে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ‘নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না। ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন; এবং যে কেহ আল্লাহর শরিক করে, সে এক মহাপাপ করে।

’ (সূরা-৪ নিসা, আয়াত: ৪৮)।  

কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করো! যখন লোকমান (আ.) উপদেশ দিয়ে তার পুত্রকে বলেছিলেন, “হে বত্স! আল্লাহর সঙ্গে কোনো শরিক কোরো না। নিশ্চয়ই শিরক চরম জুলুম। ”’ (সূরা-৩১ লোকমান, আয়াত: ১৩)।

 

মহান আল্লাহ বলেন, ‘আর নিশ্চিত জেনো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। তার ঠিকানা জাহান্নাম। আর যারা (এরূপ) জুলুম করে তাদের কোনো রকমের সাহায্যকারী লাভ হবে না। ’ (সূরা : মায়িদা, আয়াত : ৭২)

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক