ড.জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙলো শাবিপ্রবির শিক্ষার্থীরা

ড.জাফর ইকবালের অনুরোধে অনশন ভাঙলো শাবিপ্রবির শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

অবশেষে অনশন ভাঙলো এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে অনশন ভাঙেন তারা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

এর আগে বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে শাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক।

পরে তারা দুইজনই অনশনরত শিক্ষার্থীদের পাশে বসে তাদের দাবি শোনেন।

 শিক্ষার্থীকে পান পান করাচ্ছেন জাফর ইকবালের স্ত্রী।

এ সময় ড. জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানিয়ে বলেন, ‘জীবন অনেক মূল্যবান। তুচ্ছ বিষয়ে জীবন অপচয় করা যাবে না।

টানা দুই ঘণ্টারও বেশি সময় কথা বলার পর ড. জাফর ইকবাল ও তার সহধর্মিণী ড. ইয়াসমিন হক অনশন ভাঙতে রাজি করান শিক্ষার্থীদের।

গত ১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসবভনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ১৭ জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

# অনশন ভাঙছে শাবিপ্রবির শিক্ষার্থীরা

‘এখন দেখি কে আমাকে অ্যারেস্ট করে’

# শিক্ষার্থীদেরকে অনশন ভাঙার আহ্বান জানিয়ে যা বললেন ড. জাফর ইকবাল

news24bd.tv/ নাজিম