গেম খেলায় বকা দিলেন বাবা, অভিমানে ছেলের আত্মহত্যা

প্রতীকী ছবি

গেম খেলায় বকা দিলেন বাবা, অভিমানে ছেলের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

যশোরের ঝিকরগাছায় ফ্রি-ফায়ার গেম খেলার সময় বাবা বকা দেওয়ায় তৌফিক হোসেন নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ওই স্কুলছাত্র আত্মহত্যা করে।

নিহত তৌফিক হোসেন উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের জাকির হোসেনের একমাত্র ছেলে এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার তৌফিক বাড়ির পাশের একটি বাগানে বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলছিল।

এসময় তাকে বকা দেয় বাবা জাকির হোসেন। তারপর সে নিজের ঘরে চলে যায়। এক পর্যায়ে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে তৌফিক।

এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি দেখে ফেলেন।

তারা তৌফিককে দ্রুত উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ফ্রি-ফায়ার গেম খেলতে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন


একসঙ্গে ৩৪ ভিসির পদত্যাগ দেখার অনেক শখ আমার: ড. জাফর ইকবাল

news24bd.tv এসএম