ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম নিজেই ড্রেনে নেমে কাজের মান যাচাই করছেন। মেয়র হয়ে ড্রেনে নেমে কাজ দেখায় প্রশংসায় ভাসছেন এই জনপ্রতিনিধি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে ড্রেনে নামার কয়েকটি ছবি ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’ এর ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।
ওই পোস্টে ক্যাপশন দেয়া হয়েছে, ‘জনগণের পয়সায় শহরোন্নয়নের কাজ হয়।
জানা গেছে, মঙ্গলবার মেয়র আতিকুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুরে লাউতলা খাল উচ্ছেদ অভিযান পরিদর্শন করতে যান। ওই অভিযানস্থলের কাছেই একটি সড়কে ড্রেন তৈরির কাজ চলছিল। সেই কাজের মান দেখতে নিজেই ড্রেনে নেমে পড়েন। এরপরই সেই ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
ছবিগুলোর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।
আরও পড়ুন
গেম খেলায় বকা দিলেন বাবা, অভিমানে ছেলের আত্মহত্যা
news24bd.tv এসএম