টেকনাফ থেকে সাড়ে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

সাড়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

টেকনাফ থেকে সাড়ে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের ঝিমংখালী থেকে এই মাংস উদ্ধার করা হয়। তবে এসময় কোন মাংস পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বন বিট কর্মকর্তা মো. আবুল কালাম সরকার।

তিনি জানান, একটি চক্র হোয়াইক্যংয়ের ঝিমংখালী থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস পাচার করছে- এমন গোপন সংবাদ পাই আমরা। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ শিকারির দল দ্রুত পালিয়ে যায়।

পরে প্লাস্টিক মুড়ানো ২৫ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করা হয়।

উদ্ধার করা হরিণের মাংসে কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শিকারিরা হরিণের মাংস ফেলে বনের ভিতর পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে বলেও জানান বিট কর্মকর্তা।

আরও পড়ুন


মাথাভাঙ্গা নদী মরা খালে পরিণত, খননের দাবি এলাকাবাসীর

news24bd.tv এসএম