ধোঁকা বা প্রতারণা মুনাফিকের কাজ

ধোঁকা বা প্রতারণা মুনাফিকের কাজ

অনলাইন ডেস্ক

ধোঁকা দেওয়া বা প্রতারণা করা কোনো মুমিনের কাজ নয়। এটি মুনাফিকের স্বভাব।  পবিত্র কোরআনে মহান আল্লাহ মুনাফিকদের এই বদ-অভ্যাসটি সম্পর্কে আলোচনা করেছেন। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ ও মুমিনদের তারা প্রতারিত করে, বস্তত তারা নিজেদেরই নিজেরা প্রতারিত করছে, অথচ তারা তা বুঝে না।

(সূরা : বাকারা, আয়াত : ৯)।

ধোঁকা দেওয়া বা প্রতারণা করা জুলুম বা অত্যাচারের শামিল। আর এটি মারাত্মক হারাম কাজ ও কবিরা গুনাহ।  

মহান আল্লাহ এ ধরনের ধোঁকা বা প্রতারণামূলক জুলুমের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।

কোরআনুল কারিমের এ আয়াতে তা সুস্পষ্ট-
اِنَّمَا السَّبِیۡلُ عَلَی الَّذِیۡنَ یَظۡلِمُوۡنَ النَّاسَ وَ یَبۡغُوۡنَ فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ ؕ اُولٰٓئِکَ لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ
‘কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মানুষের ওপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহাচরণ করে বেড়ায়। তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক শাস্তি। ’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- যে ব্যক্তি ধোঁকা দেয় বা প্রতারণা করে সে আমাদের (মুসলিমদের) অন্তর্ভূক্ত নয়। (মুসলিম)

news24bd.tv/ নাজিম