সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি মেননের

সংসদে রাশেদ খান মেনন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি মেননের

অনলাইন ডেস্ক

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি জানিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ১টার দিকে জাতীয় সংসদে রাশেদ খান মেনন এ দাবি জানান।

রাশেদ খান মেনন একই সাথে সংবিধানের এই ৫০ বছর পূর্তিতে সংবিধানের একটি পর্যালোচনা হওয়া প্রয়োজন। তিনি মাননীয় স্পীকারের কাছে অনুরোধ জানান, আগামী অধিবেশনে যেন সংবিধান পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করে দেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ কী?

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে যে, ‘দলের কোনও নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনও নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। ’

আরও পড়ুন


‘বিএনপি-জামায়াত ৮ প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে’

news24bd.tv এসএম