ঝিনাইদহে মোটরসাইকেল ট্রাক সংঘর্ষে কলেজ প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান (৫৩) নিহত হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলার গান্না বাজারে এ ঘটনা ঘটে। সে গান্না বাজার ডিগ্রী কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও কোটচাঁদপুর উপজেলা জালালপুর গ্রামের মৃত সুরত আলী সর্দ্দারের ছেলে।
আরও পড়ুন: আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী বিচার শুরু
জানা গেছে, সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কলেজে আসছিল।
এ সময় রাস্তার উপর ছিটকিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
news24bd.tv/ কামরুল