খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকায় ছাত্রাবাসের পাশের পরিত্যক্ত রুম থেকে একটি রিভলবার, ১৭ রাউন্ড গুলি ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে দুটার দিকে পাবলার বণিকপাড়া থেকে এসব উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা পাবলা বণিকপাড়া মৌচাক টাওয়ারের পাশে সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত রুমে অভিযান চালায়।
তাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে পুলিশকে জানায়।
news24bd.tv/ তৌহিদ